ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


পিএসসির নতুন সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া


২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৪

আপডেট:
৪ মে ২০২৫ ০৪:২৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সচিব হিসেবে ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো।

এর আগে গেল ১৫ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক থেকে তাকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়।