ঢাকা বুধবার, ৬ই নভেম্বর ২০২৪, ২২শে কার্তিক ১৪৩১


ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ( ৩য় ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠান


২৭ অক্টোবর ২০২৪ ১৩:৩০

আপডেট:
৬ নভেম্বর ২০২৪ ০১:১৮

 

শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ খি: ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ৩য় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে।

এই কোর্সের আওতায় দুই দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০০ জন করে ৭ টি ব্যাচে মোট ২,১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদের ট্রাফিক ব্যবস্থাপনা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল; যার সুফল আমরা পেয়েছি। মাননীয় উপদেষ্টার দিক-নির্দেশনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।

৫ আগস্টের পর যেসব ছাত্র-জনতা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন, তাদের আরও বেশী ট্রাফিক সচেতন ও দক্ষ করতে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে-জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি।