ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে দিক নির্দেশনামূলক জুম প্লাটফর্ম মিটিং অনুষ্ঠিত


২ জানুয়ারী ২০২৫ ১৬:৪৮

আপডেট:
৩ মে ২০২৫ ১৫:২৮

রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আগামী ২ জানুয়ারি ' ২০২৫ জাতীয় সমাজ সেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিক নির্দেশনামূলক এক জুম প্লাটফর্ম মিটিং অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান এর সভাপতিত্বে জুম প্লাটফর্মে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মো. মহিউদ্দিন, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহিতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

উপদেষ্টা সমাজসেবায় মানুষের কল্যাণে আমাদের সেবা কোথাই নেই, তা জানিয়ে দিতে এবারের র‍্যালিটি হবে ম্যারাথন পদ্ধতিতে, তিন কিলোমিটার পর্যন্ত। র‍্যালিতে থাকবে ব্যানার, ফেস্টুন, বেলুন, বাদ্যযন্ত্র। জুলাই গণঅভ্যুত্থানের ছেলে-মেয়েরা এলাকার স্বেচ্ছাসেবী নারী, পুরুষ এবং সমাজকর্মী এবং সর্বস্তরের জনতা এ র‍্যালিতে অংশগ্রহণ করবে।