ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রবিবার সকালে তিনি এই রিট করেন। দুপুর ২টার দিকে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১২ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে পরে একটি তদন্ত কমিটি করে প্রশাসন। তদন্ত কমিটি প্রশ্নফাঁসের সত্যতা পেলেও ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানায়।
এদিকে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ৬ জনকে আিইনশৃঙ্খলা বাহিনী আটক করলে পরে প্রশাসন শাহবাগ থানায় মামলা করে।