শীতার্তদের মধ্যে ঢাকা জেলা প্রশাসনের কম্বল বিতরণ

চলমান শৈত্যপ্রবাহে মোহাম্মদপুর, কামরঙ্গিচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে খেটে খাওয়া প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।
শুকবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় ঢাকার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো, মিজানুর রহমান , নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ইতোমধ্যেই জেলা প্রশাসন ঢাকা কর্তৃক শীতার্ত বিভিন্ন শ্রেণিপেশার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রদেয় সরকারী কম্বল বিতরণ করা হয়েছে।শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরসহ উপজেলায় কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
শীতার্তদের মধ্যে ঢাকা জেলা প্রশাসনের কম্বল বিতরণ
চলমান শৈত্যপ্রবাহে মোহাম্মদপুর, কামরঙ্গিচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে খেটে খাওয়া প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।
শুকবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ঢাকার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো, মিজানুর রহমান , নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ইতোমধ্যেই জেলা প্রশাসন ঢাকা কর্তৃক শীতার্ত বিভিন্ন শ্রেণিপেশার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রদেয় সরকারী কম্বল বিতরণ করা হয়েছে।শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরসহ উপজেলায় কম্বল বিতরণ অব্যাহত থাকবে।