ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


কমিটিতে অর্থ লেনদেন অভিযোগ পেলেই ছাত্রলীগ থেকে বহিস্কার!


৫ ডিসেম্বর ২০১৮ ১১:৫০

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:৪৯

 

ছাত্রলীগের কমিটি দেওয়ার সময় কোথাও অর্থ লেনদেন হবেনা! অর্থ লেনদেন অভিযোগ পেলেই ছাত্রলীগ থেকে বহিস্কার করা হবে বলে জানান মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্রলীগের নির্বাচনী বর্ধিত সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী একথা বলেন। তিনি বলেন যে সব এলাকায় কমিটি হয়নি, সেরাদের সেরা খুঁজে কেন্দ্রীয় কমিটিতে জমা দিন, অামরা দ্রুত তিন মাসের জন্যে অাহব্বায়ক কমিটি করে দিব এবং নির্বাচনের পারফরমেন্স দেখে পরবর্তী পদক্ষেপ নেব।
এক্ষেত্রে কোন প্রকার অর্থ লেনদেনের অভিযোগের প্রমাণ পেলেই বহিস্কার হবে বলে তিনি সতর্কও করে দেন।এ সময় তিনি আরো বলেন, আহব্বায়ক কমিটি তিন মাস, তিন মাসেই একদিনের বেশি হবে না।