ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


এডিসি নুরুল আমিনের মানবিকতায় অপহৃত সন্তানকে ফিরে পেল বাবা-মা!


৫ ডিসেম্বর ২০১৮ ২২:০৪

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:১৬

পুলিশ নাম শুনলেই নেতিবাচক ধারণা পোষণ করেন সাধারণ মানুষ। কারণ নানা অপরাধে জড়িত পুলিশের একশ্রেণির সদস্য। চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, শ্লীলতাহানি, জমি ও ফ্ল্যাট দখল, গ্রেফতার বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণসহ সব ধরনের অপরাধে তারা বিচরণ করছেন। কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের
যেখানে ‘থানা-পুলিশ’ শব্দ যুগল হয়রানি অর্থে যেন বাগধারায় পরিণত হয়েছে। চারদিকে নানা কেলেঙ্কারি আর দুর্নাম যাদের নিত্যদিনের খবর। আর এদুর্নামকে সুনামে পরিণত করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নুরুল আমিন।
নুরুল আমিন ওয়ারী বিভাগে যোগ দেওয়ার পর আছেন নানা আলোচনায়। অপরাধ নির্মূলে তিনি যেমন কঠিন,তেমনি অসহায়, নির্যাতিত, নিপীড়িত গরীব দুঃখী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তৎপর।
এবার রাজধানী কমলা পুর থেকে অপহৃত সাত থেকে আট বছরের একটি শিশুকে উদ্ধার করে বাবা মার কাছে পৌছে দিল ওয়ারী থানার এডিসি অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নুরুল আমিন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার এডিসি অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নুরুল আমিন নিজেই।

তিনি জানান,মুখে রুমাল চেপে শিশুটিকে অপহরণ করে দুর্বত্তরা। বুধবার ভোর সাড়ে পাচঁটার সময় কমলাপুর এলাকায় থেকে শিশুটি পাওয়া যায়। পরবর্তী তাকে উদ্ধার করে তার আত্মীয়ের বাসা বের করে ছেলেটির বাবা মায়ের মোবাইল নম্বর যোগার করেন তিনি।
এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসে বাবা মার কাছে পৌঁছে দেন এডিসি নুরুল আমিন।
এ সম্পর্কে এডিসি নুরুল আমিন বলেন,মুখে রুমাল চেপে ছেলেটিকে গতকাল নিয়ে যায়,আমি তাকে ভোর ৫.৩০ সময় পেয়ে অনেক খুঁজা খুঁজি করে তার আত্মীয়ের বাসা বের করে ছেলেটির বাবা মায়ের মোবাইল নম্বর যোগার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসে বাবা মার কাছে পৌঁছে দেই।এসময় তার পিতা মাতা অনেক খুশিঁ হোন।