ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হিরো আলমের মনোনয়নপত্র আপিলেও বাতিল


৬ ডিসেম্বর ২০১৮ ২৩:১০

আপডেট:
৪ মে ২০২৫ ১০:০৭

হিরো আলমের মনোনয়নপত্র আপিলেও বাতিল

বগুড়ায় আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন নামঞ্জুর করে বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় দেয়া হয়।

এর আগে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত রোববার সকালে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করেন। সাধারণ ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকার কারণে এই মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কার মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।