ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠক আজ


১৭ মার্চ ২০২৫ ১১:৫৩

আপডেট:
৩ মে ২০২৫ ০৪:৫৮

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, ভ্রমণে লাগছে না টিকিটকর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, ভ্রমণে লাগছে না টিকিট
জানা গেছে, প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটিতে ১২৭ জন পুলিশ কর্মকর্তা অংশ নিবেন। বৈঠকে আইনশৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতিতে নানা দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।