ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


ডিএম খালীতে জমি নিয়ে বিরোধের জেরে খুন


১৮ মার্চ ২০২৫ ০৩:২৮

আপডেট:
৩ মে ২০২৫ ০৫:১৭

ছবি: আমাদের দিন

গতকাল (সোমবার ১৭ মার্চ) 

শরীয়তপুরের সখিপুর থানা, ডি এম খালি ইউনিয়ন এর মোল্লাকান্দি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের কারণে কালু মীর ও তার দুই ভাই আজহার মীর ও আব্দুর কাদির মীর, তাদের স্ত্রীদের সাথে নিয়ে সুপরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়ে দ্বীন ইসলাম মীর নামে এক ব্যক্তিকে হত্যা করেছে এবং মোবারক মীর ও তার স্ত্রীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে। তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ছবি: মৃত দ্বীন ইসলাম মীর

জানা যায় জমি নিয়ে দুই পরিবারের এই পারিবারিক বিরোধ অনেক আগে থেকে। এলাকার স্থানীয়রা একাধিকবার বিচার-সালিশের মাধ্যমে জমির যার যার প্রাপ্য অংশ তাকে বুঝিয়ে দিলেও কালু মীর ও তার ভাইয়েরা তা না মেনে একাধিক বার জমি দখল করতে গিয়েছেন এবং কয়েকবার ভুক্তভোগী পরিবারকে মারধর এর মত ঘটনাও ঘটিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায় জমি নিয়ে মামলা চলার কারণে জমিতে ১৪৪ ধারা জারি করা ছিল। তবে সখিপুর থানাতে পুলিশকে টাকা দিয়ে ১৭ মার্চ, ২০২৫ সকাল ৭ টায় জমিতে ফসল (গম) কাটতে আসে কালু মীর ও তার স্ত্রী মাহমুদা বেগম, আজহার মীর ও তার স্ত্রী ঝর্না বেগম, আব্দুর কাদির মীর ও তার স্ত্রী  নয়নমনি। ঐ সময় দ্বীন ইসলাম মীর, মোবারক মীর ও তার স্থী জাহানারা বেগম এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে তাদেরকে ফসল কাটা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তা না শুনে কালু মীর ও তার সাথে থাকা ভাই ও তাদের স্ত্রীরা আগে থেকে প্রস্তুত করে রাখা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় এবং মাথা,শরীর, হাত, পায়ে গুরুতরভাবে আঘাত করতে থাকে। আঘাতে তিনজন গুরুতর আহত হয় এবং আহতদের সুচিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতেই দ্বীন ইসলাম মীর মারা যান এবং মোবারক মীর ও তার স্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। গুরুতর অসুস্থ হওয়ার কারনে তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। 

এমতাবস্থায় হত্যাকারী সন্ত্রাসী কালু মীর এবং তার ভাই ও সহযোগীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তাদের ফাঁসি চান এলাকাবাসী।


খুন, ডিএম খালী, সখিপুর