ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলায় অবস্থানরত শরীয়তপুর জেলার জাতীয়তাবাদী ছাত্রদের নিয়ে ‘ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম’'-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২শে মার্চ) রাজধানী নয়াপল্টনের বিএনপি অফিসের পশ্চিম পাশে শাংরি লা ইন রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মজিবর রহমান মাদবর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদ সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ফোরামের প্রতিষ্ঠাতা সংগঠক ফয়সাল আহমেদ সজল, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি মানিক হাওলাদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি কামরুল হাসান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাষ্টার আলমগীর হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক মাইনুল ইসলাম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান সান্টু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা এবং ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরাম-এর সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন।
ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা জাতীয়তাবাদী আদর্শের ধারক শিক্ষার্থীরা এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
মোঃ শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মোঃ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিগত বছর গুলোতেও ঢাকাস্থ শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হত। কিন্তু অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে পারব কী না তার কোন নিশ্চয়তা ছিল না । কিন্তু ৫ই আগষ্ট হাসিনার পতনের মাধ্যমে বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। খুব শীঘ্রই শরীয়তপুরের জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি প্রদানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম বেগবান করা হবে।’
প্রধান অতিথির অনুপস্থিতিতে মজিবর রহমান মাদবর বলেন, ‘ এই সংগঠনের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে খুবই ভালো লেগেছে। ঢাকার বুকে এত জাতীয়তাবাদী আদর্শ লালন করা শিক্ষার্থী দেখে সত্যি খুশি হয়েছি। এই ফোরামের দায়িত্ব পালন করা অতীতের এবং বর্তমানের নেতৃত্ব কে ধন্যবাদ দিচ্ছি প্রতিবছর এত সুন্দর আয়োজন করার জন্য।
জবি ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, ‘খুব সুন্দর ও গোছানো ভাবে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আয়োজকরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। এই মিলনমেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। আশা রাখছি সামনের বছরগুলোতেও ফোরামের উন্নতি অব্যাহত থাকবে।’
শরীয়তপুর, ছাত্রফোরাম, জাতীয়তাবাদী ছাত্রফোরাম