চ্যানেল আই টু দ্যা পয়েন্টে,
সাম্প্রদায়িক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করবে ছাত্রলীগ : গোলাম রাব্বানী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে আগের মতো সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না ঘটে, সেজন্য সাম্প্রদায়িক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করবে বাংলাদেশ ছাত্রলীগ, চ্যানেল আই টু দ্যা পয়েন্ট অনুষ্ঠানে এ কথা বলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
তিনি এসময় আরো বলেন, গত নির্বাচনে সারা দেশে তারা যে সাম্প্রদায়িক নির্যাতন করেছে বিশেষ করে ৫৫ থেকে ৫৬টি যেমন ব্রাহ্মণবাড়িয়া, নাসির নগর ভোট কেন্দ্রে ভোটাদের যেতে যে ধরণের বাধা, হুমকি দিয়েছে এবার যেন পূর্বের মত পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সাম্প্রদায়িক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করবে ছাত্রলীগ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরো বলেন,সাম্প্রদায়িক গোষ্ঠীকে সমূলে বিনাশ, তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা এবং বাংলার মাটিতে জঙ্গীগোষ্ঠীর কোন ধরনের কর্মকান্ড করতে দেওয়া যাবেনা।
আমরা আশা করব, আগামী নির্বাচনে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের মতো সাম্প্রদায়িক সন্ত্রাসের কোনো ঘটনা না ঘটে।
নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা যেন না ঘটে, সেজন্য ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগ সতর্ক রয়েছে।