ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


প্রবাসীদের ভোটিং পদ্ধতি দ্রুতই চালু করা হবে: সিইসি


৮ এপ্রিল ২০২৫ ১৩:১৮

আপডেট:
২ মে ২০২৫ ১৯:৩৫

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফাইল ছবি

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুতই ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) দিনব্যাপী ‘ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিয়েছেন। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।