ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


জিটিভির নিয়মিত আয়োজন জি-ডায়লগে,

ছাত্র শিবির চেতনায় রাজাকার: রাব্বানী


১১ ডিসেম্বর ২০১৮ ১০:৪৮

আপডেট:
১১ ডিসেম্বর ২০১৮ ১০:৫৪

জিটিভির নিয়মিত আয়োজন জি-ডায়লগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ছাত্র শিবির চেতনায় রাজাকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সোমবার রাতে বেসরকারি গণমাধ্যম জিটিভির নিয়মিত আয়োজন জি-ডায়লগে তিনি এ কথা বলেন।

বিষয়- নির্বাচনে যুদ্ধাপরাধী নামে একটি অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা সম্পর্কে বাম নেতা লিটন নন্দীর বক্তব্যের এক পয়েন্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে জামাত শিবির স্বাধীন বাংলাদেশকে চায়নি, সেই জামায়াত-শিবিরের ভোট চাওয়ার অধিকার নেই, এর আগে আমি বলেছি, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। ছাত্র শিবির চেতনায় রাজাকার, তারা রাজাকারের বীজ।

বিস্তারিত আসছে.......................