ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ছোট বেলায় ইচ্ছা ছিল ডাক্তার হবো : প্রধানমন্ত্রী


১৪ ডিসেম্বর ২০১৮ ১০:৩৮

আপডেট:
১৪ ডিসেম্বর ২০১৮ ১১:০৪

ছোট বেলায় ইচ্ছা ছিল ডাক্তার হবো : প্রধানমন্ত্রী

তরুণদের সঙ্গে নিজের জীবনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ বলেছেন, ‘আমার ছোট বেলায় ইচ্ছা ছিল ডাক্তার হবো। এসএসসি পরীক্ষা দিলাম, তখন দেখলাম অঙ্কে কাঁচা। আর বন্ধুরা সবাই আর্টসে ছিল, আমিও আর্টসে ভর্তি হই। এরপর ইচ্ছা ছিল শিক্ষক হবার। আবার শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক। বাচ্চাদের পড়াব।’

আজ বৃহস্পতিবার ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

শরীরকে কীভাবে ঠিক রাখছেন? উপস্থিত এক দর্শকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনে রুটিন ঠিক থাকে না। তবে ফিট থাকতে আমি নামাজ পড়ি নিয়মিত। আর তেমন ব্যয়াম হয় না। আর গণভবনে থাকা বন্দী জীবনের মতন। তারপরও চেষ্টা করি সকালে উঠে একটু হাঁটতে। ছাদে হাঁটি। আর পরিমিতভাবে খেলে সুস্থ্য থাকা যায়। আর চিন্তা-ভাবনাকে স্বচ্ছ রাখা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমি সুস্থ্য থাকব এটা ভাবা।’

নানী বা দাদী হিসেবে আপনি কেমন? দর্শকের এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘সেটা আমার নাতীদের জিজ্ঞাসা করলে বলবে। আমরা লুডু খেলি, ক্যারাম খেলি, দাবা খেলি। তারা আমার হাতের রান্না পছন্দ করে। আর ছোট একটা আছে সে আবার খুব ডিমান্ড করে। বলে দেয়, তুমিই রান্না করবে। ববির ছোটটা। সে বলে, তুমিই রান্না করবে। সে কোলে চড়ে বসে আবার নির্দেশও দেয়। এটা দাও, ওটা দাও। বৃদ্ধ বয়সে নাতী-নাতনী নিয়ে থাকার থেকে আর কোনো সুখের সময় হয় না।’