ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


আইন উপদেষ্টা জানালেন

সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর


৬ মে ২০২৫ ১৭:৩৫

আপডেট:
৬ মে ২০২৫ ২৩:০৮

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে।’

ফলে আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, মুলতবি ৬ বারের ক্ষেত্রে কমিয়ে সর্বোচ্চ ৪ বার করা হয়েছে, যে কারণে মামলার সময়ও প্রায় অর্ধেক হবে।

আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি দুই বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে হবে।’

নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।