তরুণ সমাজ যুদ্ধাপরাধীদের সংসদে দেখতে চায়না!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধীদের সংসদে দেখতে চায়না তরুণ সমাজ ।আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে তরুণ সমাজের রাষ্ট্র ভাবনার অভিনব ব্যতিক্রম প্রচারণা দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সামনে।এ সময় দেখা যায় তাদের হাতে রয়েছে প্লাকার্ড আর মুখরিত স্লোগানে ম্লোগানে ।
স্লোগানে স্লোগানে তরুণদেরকে বলতে দেখা যায়, আমরা তুরুণ সমাজ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের সংসদে দেখতে চাইনা। আমরা দেখেছি ঐ ড.কামাল যার বাংলার মাটিতে একটা ভোট নেই, তিনি ঐ বিএনপি জামাআতের সাথে মিশে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগের বিরুদ্ধে যড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, তরুণ সমাজ মেনে নিবেনা। তরুণরা আরো বলেন, ড.কামাল তরুন প্রজম্মকে খামোস বলে গালি দেয়, তরুণ প্রজম্মকে খামোস বলে গালি দিয়ে থামানো যাবেনা।যুদ্ধাপরাধীদের তরুণ সমাজ মেনে নিবে না।
দেশকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর সারদিন নৌকায় ভোট দেওয়ার দাবি জানান স্লোগানে স্লোগানে।আমরা দেখেছি খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধীদের সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা এবার তা মেনে নিবে না।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পক্ষ থেকে ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভূইয়া তানবির এবং ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য এস এম তৌফিকুল হাসান সাগর একাত্না প্রকাশ করেন।
এ সময় ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভূইয়া তানবির বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে তরুণ সমাজের রাষ্ট্র ভাবনার অভিনব বহি:প্রকাশ,তরুণ প্রজম্ম কখনো স্বাধীনতাবিরোধীদের সংসদে দেখতে চায়না। বিএনপি জামাআতকে তরুণ প্রজম্ম বয়কট করেছে।ড. কামালকে উদ্দেশ্য করে বলেন, তরুণ প্রজম্মকে খামোস বলে গালি দিয়ে থামানো যাবেনা।আপনাদের তরুণ প্রজম্ম বয়কট করেছে। আমরা শতভাগ আশাবাদী তরুণ প্রজম্ম আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে তার প্রমান করবে ইনশাল্লাহ!
ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য এস এম তৌফিকুল হাসান সাগর বলেন,স্বাধীনতার সময় লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে। তাদের জীবনদানকে আমরা তরুণ প্রজম্ম সঠিকভাবে মূল্যায়ন করব, সে বিষয়ে আমাদের শপথ নেওয়া দরকার যে, একাদশ সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধীদের সংসদে দেখতে চাইনা।যারা রুগ্ণ রাজনীতি করে, যারা কালো টাকা ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদেরকে এদেশের মানুষ ক্ষমতায় বসাবে না। তাদেরকে ভোট দিবেনা এদেশের তরুণ প্রজম্ম।