ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কভার্ড ভ্যান

কোরবানির ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি বলেন, “ঈদযাত্রায় স্বস্তি দিতে ঈদের আগে ৪, ৫ ও ৬ জুন এবং ঈদের পরে ১২, ১৩ ও ১৪ জুন- এই ছয় দিন ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
“এই সময়ে গরুবাহী যানবাহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী পণ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।”
সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো, রেলের অতিরিক্ত কোচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
ঈদে বিদ্যুতের চাহিদা কম থাকবে বলেও জানান তিনি।
এখন ৬০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে- এমন তথ্য দিয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, “লোডশেডিং অ্যাড্রেস করছি। অতিরিক্ত লোডশেডিংটা জেনারেশনের স্বল্পতার জন্য নয়। এটা গ্রিডের সমস্যার জন্য হইছে। এছাড়া নতুন বাড়তি জ্বালানি আনছি। তেলের মেশিনগুলো চালানোর উদ্যোগ নিয়েছে। ঈদে মানুষ গ্রামে চলে গেলে এসির লোড কমে যাবে। বিদ্যুতের সমস্যা হবে না। আমরা চারটা (কার্গো) এলএনজি আনতেছি।”
ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গত ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের প্রস্ততি আমরা নিচ্ছি। গত ঈদে দেড় কোটি মানুষ যাতায়াত করেছেন। ঈদের সময় যাতায়াতের ক্ষেত্রে নাগরিকরা যেন খারাপ অভিজ্ঞতার মধ্যে না পড়েন সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
“এবার যেহেতু কোরবানির হাট ও পশু পরিবহনের ব্যাপার রয়েছে, পশুর হাটে গরু বিক্রির টাকা যেন নিরাপদে বহন করতে পারেন সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, যাত্রী, পরিবহন মালিক সমিতি, শ্রমিক নেতা- সবার সহযোগিতা আমরা চাই। যেকোনো ধরনের অভিযোগ জানালে কুইক রেসপন্স করার প্রস্তুতি রাখা হয়েছে।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) শেখ মইনউদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।