ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মেজর হাফিজ সব সময় লাশের ওপর দিয়ে ক্ষমতায় গিয়েছেন:এমপি শাওন


১৯ ডিসেম্বর ২০১৮ ০১:৪৫

আপডেট:
৪ মে ২০২৫ ১১:৩৩

মেজর হাফিজ সন্ত্রাসের রাজনীতি করেন: এমপি শাওন

ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি প্রার্থী মেজর হাফিজ সন্ত্রাসের রাজনীতি করেন। তিনি লাশের ওপর দিয়ে সব সময় ক্ষমতায় গিয়েছেন।

তিনি আরও বলেন, মেজর হাফিজ ভোট করতে আসেননি, এসেছেন আবারও লাশ ফেলতে। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড ভোলা-৩ আসনে আর করতে দেয়া হবে না। মেজর হাফিজ যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে আপনারা তা প্রতিহত করবেন।

সোমবার সকালে লালমোহন পৌরসভার ৩ ও ১২ নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।