ঢাকা বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


যতদিন আছি দেশের অনিষ্ট হয় এমন কাজ আমাকে দিয়ে হবে না: ড. ইউনূস


২৬ মে ২০২৫ ১১:৫২

আপডেট:
২৯ মে ২০২৫ ০৫:২১

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌‌‍‌‌‌‌আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন।

রবিবার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে, দেশকে যত যতরকম ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়ায়ে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই এক সঙ্গে বসাতে আমি মনে সাহস পেলাম।

সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করবো। অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে। যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফিরে যাই।

তিনি বলেন, যারা এ ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্য গোলামিতে যেন ফিরে যাই। আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হয়ে যাবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।