ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মাশরাফিকে হীরার টুকরা বললেন প্রধানমন্ত্রী


২১ ডিসেম্বর ২০১৮ ০৬:২৮

আপডেট:
৪ মে ২০২৫ ১১:৩৭

মাশরাফিকে হীরার টুকরা বললেন প্রধানমন্ত্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে হীরার টুকরা বলে অভিহিত করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মাশরাফি হীরার টুকরা, সোনার ছেলে।

 


সে ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দিবেন। মাশরাফি পায়ের ব্যাথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়ায় নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে ভোট চাওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নড়াইলের দুটি সিটই আমাকে উপহার দিবেন আপনারা। যারা মনোনয়ন পাননি তারাও নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবেন।