ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নৌকায় ভোটা চাওয়ায় সেই ওসিকে প্রত্যাহার


২৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০

আপডেট:
৪ মে ২০২৫ ১১:৩০

নৌকায় ভোটা চাওয়ায় সাতক্ষীরার কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুররহমান।

গত ২০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে সবাইকে নৌকার পক্ষে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছিলেন ওসি মারুফ। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় ওই ওসির প্রত্যাহার চেয়ে শুক্রবার নির্বাচনে কমিশনে চিঠি দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।

২০ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক সার্কাস প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় নৌকায় ভোট চেয়েছিলেন ওসি মারুফ।

ভিডিওতে দেখা যায় ওসি মারুফ বলছেন, ‘আগামী নির্বাচনে একটি ম্যাসেজ দিতে চাই, আপনার ব্যালট, আপনি ভোট দিয়ে দেখিয়ে দেবেন, আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে আছেন। আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপার একটি ব্যালট, আপনি একটি ভোট অতি মূল্যবান। আপনারা ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দেবেন।’