আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠনের উপবৃত্তি পরীক্ষা

গ্রামীণ শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠন আয়োজন করতে যাচ্ছে তাদের ৫ম উপবৃত্তি পরীক্ষা।
পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর ২০২৫, শনিবার, দক্ষিণ তারাবুনিয়ার কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
সংগঠনটি প্রতি বছরই দক্ষিণ ও উত্তর তারাবুনিয়ার শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করে থাকে। এতে ৪র্থ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বাছাই করে সংগঠন থেকে প্রদান করা হয় বিশেষ বৃত্তি ও সম্মাননা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
“এই উপবৃত্তি পরীক্ষা শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি একটি সুযোগ—যেখানে গ্রামীণ শিক্ষার্থীরা তাদের সামর্থ্য প্রমাণ করতে পারে। আমরা চাই, তারা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাক।”
পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত, আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠন হলো একটি শিক্ষার্থী পরিচালিত সমাজসেবামূলক সংগঠন, যা শিক্ষার পাশাপাশি নানা সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তাদের লক্ষ্য—“আলোকিত মানুষ গড়ার মাধ্যমে একটি সচেতন প্রজন্ম তৈরি করা।”