তালায় আ. লীগের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার তালায় উপজেলায় আ. লীগের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নির্বাচনি অফিস বন্ধ করে চলে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে এ ঘটনার নৌকার প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, এ ঘটনার তদন্ত চলছে। হামলা যারাই করুক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।