উত্তরায় বিমান বিধ্বস্ত
আহত ২৫ জন বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একে একে তাদেরকে এখানে আনা হয়।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নাসির উদ্দিন জানান, উত্তরা দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোগী ইনস্টিটিউট এসেছে। বেশির ভাগ রোগীর অবস্থা গুরুতর। সবার চিকিৎসা চলছে।