ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


‎৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১২:৫৪

আজ থেকে শুরু হচ্ছে সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া।

‎গতকাল সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৯তম বিশেষ বিসিএসে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদে নিয়োগ হবে ৩০টি।

‎জানানো হয়েছে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এ বিভাগে ৬১টি শূন্যপদ রয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

‎আবেদন ফরম পূরণ করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ফি পরিশোধ করতে পারবেন আবেদন শেষে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।