ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৭:৩৫

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েন হাজারো শিক্ষার্থী। গাড়ি ভাঙচুর শুরু করতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে এতে উত্তেজনা আরও বাড়ে।

পরে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে সচিবালয় ও আশপাশ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলতে থাকে।

এদিকে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভেতরের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।