সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেব। আমরা নির্বাচন পর্যবেক্ষণও করব। এদেশে জবাবদিহিমূলক, ফ্রি, ফেয়ার নির্বাচন হবে আশা করছি। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করতে চাই।
আজকের বৈঠক সম্পর্কে মাইকেল মিলার জানান, ইসির নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে সফল আলোচনা হয়েছে।
আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম আসার কথা রয়েছে।