ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৬:৩৭

রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এই বৈঠক শুরু হয়।

রোডম্যাপ চূড়ান্তের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা আবার বৈঠকে বসবেন। তখনই কবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে, তা জানানো হবে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে সিইসি জানিয়েছিলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ বছরের শুরুতে হালনাগাদ হওয়া ভোটার তালিকা অনুযায়ী, আসন্ন নির্বাচনে ১২ কোটি ৩৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।