পিরোজপুর-২ আসনে গণসংযোগে বাঁধা–বিশৃঙ্খলার অভিযোগে মাহমুদ হোসেন সমর্থকদের প্রতিবাদ সভা
পিরোজপুর-২ আসনে বিএনপি সমর্থিত মাহমুদ হোসেন সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী সুমন মঞ্জু গ্রুপ পরিকল্পিতভাবে বাঁধা প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরে মাহমুদ হোসেন সমর্থিত নেতাকর্মীরা জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, লিফলেট বিতরণ শুরুর পর থেকেই প্রতিপক্ষ সুমন মঞ্জু গ্রুপের লোকজন বিভিন্ন ভাবে উত্তেজনা সৃষ্টি করে। প্রচারকর্মীদের ওপর ধাওয়া, প্রচার সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির মতো ঘটনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ বাঁধাগ্রস্ত হয়। বক্তাদের দাবি—এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা।
বক্তারা আরও বলেন, দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিএনপির তৃণমূলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, “মাহমুদ হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে সুমন মঞ্জু গ্রুপ ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে।
এ সময় ইমাম উদ্দিন তালুকদার কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরছিলাম। কিন্তু দলের ভেতরের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বাঁধা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইমাম উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মোসাঃ মাসুমা তালুকদার সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
