সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতের ওলামা বিভাগের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের, নির্বাচন বিভাগের সার্বিক দিকনির্দেশনায় , বেলকুচি উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে, ওলামা বিভাগের কমিটির সম্মানিত সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী নির্বাচনী-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর ) বিকেলে বেলকুচি উপজেলা শেরনগর গ্রামে জামায়াতের কার্যালয়ে, অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায়, শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা গোলাম আযম।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ওলামা বিভাগের সভাপত আবুল হাসেম সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন , সিরাজগঞ্জ জেলা মজলিশের শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “উম্মাহ ও দ্বীনের স্বার্থ রক্ষায় উলামায়ে কেরামকে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”
“২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটার পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী দল, শক্তি ও মহলসমূহ দ্বীনি কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে, যা দেশের জন্য আশারআলো।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামী দলগুলো আগামী জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। জাতির প্রত্যাশা- জাতীয় সংসদে আলেম-উলামা, মুফাসসির-মুহাদ্দিস, ইমাম-খতীব ও হাফেজে কুরআনদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত। সুদ, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সততা, যোগ্যতা ও ঈমানদারীর সঙ্গে ইসলামপন্থি ব্যক্তিরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।”
তিনি সকল ইসলামী দল, শক্তি ও মহলকে মতপার্থক্য পরিহার করে আদল ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ। বেলকুচি উপজেলার ওলামা বিভাগের ভোটকেন্দ্র ভিত্তিক সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।
