ঢাকা বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


ঝিনাইগাতী থেকে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ১৫:৩৭

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক বিএনপির নেতা আমিনুল ইসলাম বাদশা।

তিনি ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও গ্রামের শিক্ষক মরহুম আব্দুস ছামাদের ছেলে । আমিনুল ইসলাম বাদশা বিএনপি পরিবারের একজন সদস্য। তিনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ৭ বার নির্বাচনে অংশ গ্রহন করে ৬ বার তিনি নির্বাচনে বিজয়ী হয়ে দ্বায়িত্ব পালন করেন। তন্মধ্যে ৩ বার ইউনিয়ন পরিষদে ও ৩ বার উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে দ্বায়িত্ব পালন করেন।

জানা গেছে, ৩ বার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে নির্বাচিত হলেও একবার কারাগারে থেকেও উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন তিনি। তিনি সাবেক শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। কিন্তু আমিনুল ইসলাম বাদশার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জেলা কমিটির দায়িত্বে থাকা দুই একজনের ষড়যন্ত্রের কারনে আমিনুল ইসলাম বাদশা কে দল থেকে সরিয়ে রাখা হয়। অপরদিকে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম বাদশা জয়লাভ করার পর দলের সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম বাদশা আসন্ন জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সোমবার ( ২৪ নভেম্বর) রাতে ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বাদশা।

ব্যবসায়ী সাইফুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা উলামাদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো, মঞ্জুরুল হক, জহুরুল ইসলাম জনি, আব্দুল মান্নান কাপড় ব্যবসায়ী, ছামিউল হক প্রমুখ।

বক্তারা বলেন স্বাধীনতার পর থেকেই ঝিনাইগাতী উপজেলার জনগন ও নানাভাবে সকল দিক থেকে বৈষম্যের শিকার হন। একারনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান।