ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


‘সংলাপ হবে কিন্তু নির্বাচন হবে সংবিধান মোতাবেক’


১ নভেম্বর ২০১৮ ০২:২২

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:৫৮

১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি যেহেতু ডেকেছেন, সংলাপ হবে। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বেই।’

আজ বুধবার বিকেলে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৪ দলের সমাবেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘সংলাপ হবে। আমাদের নেত্রী ডেকেছেন, সংলাপ হবে। দু-একটি কথা পরিষ্কার বলতে চাই, ১৪ দলের পক্ষ থেকে। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে কেউ যেতে পারবে না। ইউরোপে যেমন নির্বাচন হয়, আমেরিকার যেমন নির্বাচন হয়, মালয়েশিয়ায় যেভাবে নির্বাচন হয়েছে, সেই অনুযায়ী বর্তমান নির্বাচন সরকারপ্রধান শেখ হাসিনার অধীনে হবে। এর কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প হবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধানের বাইরে কোনো কিছু মেনে নেবে না ১৪ দল। আগামী নির্বাচনে জোটের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে মোর্চাটির সব নেতাকর্মীকে তিনি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে সজাগ থাকার নির্দেশ দেন।

এ সময় সমাবেশে ১৪ দলীয় জোটের নেতাদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।