শপথ নিলেও ঐক্যফ্রন্টের ঐক্যে ফাটল ধরবে না: ড. কামাল

গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘এই শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না। সরকারকে চাপে রাখার জন্য এই ঐক্য থাকবে।’ শনিবার (৫ জানুয়ারি) তোপখানা রোডে শিশুকল্যাণ মিলনায়তনে আয়োজিত গণফোরামের বর্ধিতসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে ড. কামাল বলেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে ভেবে ছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, যেভাবে ভোট কারচুপি হয়েছে তাতে সংবিধানের ওপর আঘাত করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের ওপরও আঘাত এসেছে।’ দেশবাসী আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আছে বলেও তিনি অভিযোগ করেন।
ড. কামাল বলেন, ‘বিরূপ পরিস্থিতির মধ্যেও আমাদের দুই প্রার্থীর জয় লাভ করেছেন, সেটি বড় অর্জন। ’ দলীয় ফোরামেও এই দুই প্রার্থীর শপথের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন , ‘ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
নির্বাচনে ভোট কারচুপির বিভিন্ন অনিয়ম তুলে ধরে ড. কামাল বলেন, ‘বাংলাদেশে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
নির্বাচনে ভোট কারচুপি হওয়ার কোনো দলিলপত্র আছে কিনা এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘ভোট কারচুপির দলিলপত্র আছে। তা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. কামাল নির্দলীয়, নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ফের নির্বাচনের দাবি করেন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জামায়াত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘ঐক্যফ্রন্টে জামায়াত নেই।’ তবে ২০ দলীয় জোটে জামায়াত আছে বলেও তিনি মন্তব্য করেন।