সাকিব ভুল করেছে, অপরাধ করেনি : রিয়াদ

ভারতের উদ্দেশ্যে বুধবার দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সাকিবের অনুপস্থিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগেও সাকিবের অনুপস্থিতে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এবারের চিত্রপট ভিন্ন। প্রতিপক্ষ শক্তিশালী ভারত, অন্যদিকে সাকিবের নিষেধাজ্ঞ, সবকিছু যেন ছন্নছাড়া। তবুও আশার বাণী শুনিয়ে গেলেন।
ভারত সফর নিয়ে রিয়াদ বলেন, ‘প্রথম চেষ্টা করব এখন আমার দায়িত্বটা ভালোভাবে পালন করতে। যখন আমরা দেশের জার্সি গায়ে মাঠে নামি, এর চেয়ে বড় উৎসাহ আর কিছু হতে পারে না। আমরা সবাই চেষ্টা করব দল হিসাবে যেন আমরা ভালো একটা ফলাফল করতে পারি। কঠিন হলেও আমার মনে হয় জয় অসম্ভব কিছু না। ছোট ছোট প্রতিটা সুযোগগুলো শতভাগ দিয়ে লুফে নিতে হবে।’
সাকিবের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে খেলা। দেশের জন্য তো আমাদের খেলতে যেতেই হবে। ঘটনাটা সবাই মোটিভেশন হিসাবে নেবে বলেই আশা করছি। অবশ্যই সে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণকেন্দ্র। আমরা সবাই ব্যথিত ওর জন্য। সবাই জানি, দলের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ একজন। সে হয়ত একটা ভুল করেছে কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সকলের সমর্থন ওর সাথেই আছে। ওকে আমরা যেভাবে ভালোবাসতাম সবসময় সেভাবেই ভালোবাসব। টেস্ট দলের অধিনায়ক মুমিনুলের বিষয়ে বলেন, আমার মনে হয বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মুমিনুল টেস্ট অধিনায়ক হিসেবে ভাল করবে আমার বিশ্বাস।’