ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ক্যাম্পাস অস্থিতিশীল করতে চেয়েছিল 'পাগলা নুরা': সনজিত


২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮

আপডেট:
১৪ মে ২০২৫ ০৬:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে 'পাগলা নুরা' হিসেবে অভিহিত করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

তিনি অভিযোগ করেছেন, ভিপি নুর শিবির নিয়ে ঢাবি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চেয়েছিলেন।

রোববার ভিপি নুরুল হক নুরের দপ্তর ও ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।


হামলা-ভাঙচুরে ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হন।
এরপর নিজের ফেইসবুকে সনজিত চন্দ্র দাস লেখেন,
'বহিরাগত শিবির ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে হামলা ও অস্থিতিশীল করতে চেয়েছিলো পাগলা নূরা, সচেতন শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাধীনতা বিরোধীদের সমুচিত জবাব দিয়েছে, এই ক্যাম্পাসে কোন স্বাধীনতা বিরোধীদের জায়গা হবে না।
নূরুর নাটক সবাই বুঝে গেছে!'

হামলার প্রতিক্রিয়ায় ডাকসু জিএস গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ডাকসু ভিপি নুরুল হক নুর আহত নাকি নিহত হয়েছেন, ডাজ নট ম্যাটার।

একই সঙ্গে ভিপি নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।