ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


দক্ষিণের ২৬ কেন্দ্রে এগিয়ে তাপস


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৬

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের তাপস পেয়েছেন ৬৩৬৫ ভোট।

এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৪৫৩৯ ভোট।

হাতপাখার আব্দুর রহমান পেয়েছেন ৪৫২ ভোট। লাঙ্গলের সাইফুদ্দিন মিলন পেয়েছেন ৭৬ ভোট। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়।

ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।

সেখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতিনিধি, তবে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কোনো প্রতিনিধির দেখা মেলেনি।