মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুইট মিয়া (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের সোনাপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। সুইট মিয়া ওই উপজেলার সোনাপুর মাঝপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, সুইট মিয়া তার মামার বাড়ি ভবেরপাড়া গ্রামের খেদের আলীর বাড়িতে থাকতেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মাটি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।