ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইবো না: মাশরাফী


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৭

আপডেট:
১৩ মে ২০২৫ ১০:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেইনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে মারশাফী বিন মোর্ত্তজা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল ইতিহাসের কেন্দ্রবিন্দু।

শেখ হাসিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর এই জন্য আপনাদের সাহায্য প্রয়োজন।

তিনি আরো বলেন, মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।