ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড: স্বাগত জানিয়ে লালমনিরহাট ছাত্রলীগের মিছিল


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২০ ০৫:৫৯

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাগত র‌্যালি করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট জেলা শহরে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

এর আগে, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ মঙ্গলবার সকালে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়ানোর অনুমোদন হয়। সংশোধন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’।

মূল আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হয়েছে। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে এবং বিচার শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে। ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এ সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন। এখন সংশোধন করে, করা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। সংসদ অধিবেশন না থাকায়, সংশোধনীটি জারি করা হয় অধ্যাদেশ আকারে।