ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বিডিবিএল স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন


২৭ জানুয়ারী ২০২১ ১৮:২৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:৪৭

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব‍্যাংক লিমিটেড (বিডিবিএল), স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের ৭১ সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল সম্প্রতি স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদ, বিডিবিএল প্রাতিষ্ঠানিক কমিটি অনুমোদন করেছেন।

উক্ত কমিটির সভাপতি রিজেন্ট মাহমুদ সানিয়া এবং সাধারণ সম্পাদক মাবুবুর রহমান। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো: আকতার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান, দপ্তর সম্পাদক সৌরভ চৌধুরী মনোনীত হয়েছেন।

ব‍্যাংক পাড়ায় প্রতিষ্ঠিত এ সংগঠনটি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন, ভিশন বাস্তবায়নে অঙ্গীকারদ্ধ।