ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


‘আওয়ামী জোটের প্রার্থী ঘোষণা দুইদিনের মধ্যে’


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৮ ০২:২৩

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশহগ্রহণের জন্য আওয়ামী জোট-মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে দুইদিনের মধ্যে।

 

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশহগ্রহণের জন্য আওয়ামী জোট-মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে দুইদিনের মধ্যে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কাদের বলেন, ‘আজকে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।’

ওবায়দুল কাদের শনিবার সকাল থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে।

বৈঠকের বিষয়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আলোচনা ভালো হয়েছে। আমরা আরও ভালো আসন পাব বলে আশা করি।’