ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


কর্মহীন ১০০০ পরিবারকে ঈদ উপহার দিলেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ


১৮ জুলাই ২০২১ ২১:৪২

আপডেট:
১৮ জুলাই ২০২১ ২১:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর সার্বিক সহযোগীতায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে অসহায়-মেহনতি, কর্মহীন, সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১২টায় যাত্রাবাড়ী থানার নূর কমিউনিটি সেন্টারের সামনে হতদরিদ্র অসহায় কর্মহীন ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা! শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে! তিনি সকল নেতাকর্মীকে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে ভয় কে জয় করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত। মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

করোনার শুরু থেকেই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ মাঠে থেকে অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচী। তাদের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সার্বিক সহযোগীতায় করোনার শুরু থেকেই জীবন বাজি রেখে মানুষের পাশে দাড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও খেটে-খাওয়া, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছি আমরা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

এসময় স্বাস্হ্যবিধি মেনে, স্হানীয় প্রশাসনের সহযোগীতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীতে ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মান্নান, গাজী সুমন, ৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।