ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি


৬ মার্চ ২০২২ ১১:৫১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৬:০৯

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত মো. জহির উদ্দিন মিজিকে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন খানকে সাধারণ সম্পাদক করে প্রায় ৩০০ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সহসভাপতিরা হলেন- সোলেমান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ হাসান পাবেল, শরিফুল ইসলাম প্রধান, সাগর পাটওয়ারী, দেলোয়ার হোসেন সুমন, মেহেদী হাসান রাব্বী, এইচ.এম সামিম, মো. শরীফ গাজী, নিমার মাহমুদ (অনিক), মো. রানা খান, সেলিম রেজা, বিল্লাল সরকার, তারেক খান, ইমরান খান শাওন, অপু কুমার বিশ্বাস, রেজাউল ইসলাম রকি, আতিকুর রহমান সোহান ভূঁইয়া, মনচুর পাটওয়ারী, মহসিন পাটওয়ারী, ইসকান্দার মিয়া সুমন, ওমর ফারুক সুমন, ফারুক আহমেদ, পলাশ সোম, মামুন আল হাসান, মো. সোহাগ হোসাইন, রেজাউল কবির রাজু, জহিরুল ইসলাম সরকার, কাইউম খন্দকার, সুজন চন্দ্র দাস, আল-আমিন ভূঁইয়া সুজন, মোশারফ হোসেন খান, আল আমিন তালুকদার, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম সাইফ রুবেল, ইসমাইল তালুকদার রিজভী, শাহজালাল মিয়া হেলাল, হাবিব উল্লাহ রনি, শামীমা সীমা, কামরুল ইসলাম নাহিদ, ওয়ালিউল্লাহ গাজী সুমন, হান্নান গাজী, তানভির সরকার ফাহিম, মেহেদী হাসান চৌধুরী রাব্বানী, মিয়া মো. সোহেল, নাইমুল ইসলাম শুভ্র, রিপন মিয়া, ফখলুল ইসলাম রনি, নূরে আলম পাটোয়ারী, শরীফ তালুকদার, রুবায়েত হাসান ইহাম, সজীব পাটোয়ারী, হামিম কাউল, ইকবাল হোসেন লিটন, কাউসার আহমেদ বিপ্লব, আনোয়ার হোসেন সাগর, টুটন মজুমদার, হারুনুর রশিদ মুন্না ও কাজী সাইফুল মিলন পায়েল।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, অপু পাটওয়ারী, হাবিবুর রহমান টিটু, জান্নাতুল বাকী বিল্লাহ (উপম), কাজী নাসিম, মাসুদ মোল্লা, আল আমিন বেপারী, গিয়াস উদ্দিন বিপ্লব, আল আমিন খান জুয়েল, সবুজ শান্ত ও মো. ইমরান খান।

সাংগঠনিক সম্পাদক জি এম খালেদুল ইসলাম রুবেল, মো. সজীব পাটওয়ারী, মোবারক হোসেন রাব্বি, দেওয়ান মো. ইমরান, বাদশা খান, আশিকুর রহমান সুজন, নাইমুর রহমান জয়, হৃদয় চৌধুরী, তানভীন হোসাইন জনি, মো. মেহেদী হাসান শাখাওয়াত ও ফজলে রাব্বি শাওন। বিভিন্ন সম্পাদক পদসহ কমিটিতে ৩০০ সদস্য রয়েছেন।

চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ায় নেতা-কর্মীরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট করেছেন।