ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


চরফ্যাশনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন যুবলীগ নেতা মাকসুদ!


৩ মে ২০২২ ০৫:৪১

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝ ছেলে শেখ জামালের ৬৯তম জন্মবার্ষিকী ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ও সাধারণ সম্পদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে এই কর্মসূচি পালন করা হয়। এসময় শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

গতকাল পহেলা মে, সকাল ১০ টার সময় চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন সহ আসপাশের এলাকার প্রায় ১০০০ গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাড়ি লুঙ্গি বিতরণের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাজির হাট কেন্দ্রীয় মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মাইনুদ্দিন।