ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৮ ১২:০৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।

নোয়াখালী-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আজ তাকে মাহবুব উদ্দিন খোকনের সাথে চিঠি দেওয়া হয়েছে দল থেকে।

সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।

তারা বলছেন, সভাপতি হিসেবে রাজীব আহসানের ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করেছে দল। একইসাথে মূল্যায়ন করা হয়েছে ছাত্রদলকে, তাই তারা খুশি।

মামুন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছেন। তিনি এর আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ও ঢাবি ছাত্রদলের সিনিয়র সহস-ভাপতি ছিলেন।