ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


স্বাধীনতার প্রতীক বিজয়ী করতে হবে: শেখ সেলিম


২৯ নভেম্বর ২০১৮ ০২:২১

আপডেট:
১২ মে ২০২৫ ২২:৩০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের ভাষার স্বীকৃতি দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি দেশ হিসেবে পরিচিত করতে সমর্থ হয়েছে।

বুধবার সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোনো সেক্টর নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনার সরকার আগামী ১০০ বছরের কর্মসূচি হাতে নিয়েছে। আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই। সে জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে।

সেলিম বলেন, বর্তমানে বিশ্বের ১১ দেশ উন্নত দেশে পরিণত হওয়ার প্রতিযোগিতায় রয়েছে-তার মধ্যে বাংলাদেশ একটি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশের একটি রোল মডেল।

এর আগে শেখ সেলিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সফিকুল আলম কাকন, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিটু, হাসমত আলী সিকদার চুন্নু, সিকদার নজরুল ইসলাম, মোক্তার হোসেন, ইলিয়াস হোসেন, জিএম সাহবুদ্দিন আজম প্রমুখ এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন।