ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


'আপনার এত জলদি বিয়ে করা ঠিক হয়নি'


২৯ নভেম্বর ২০১৮ ০২:২৬

আপডেট:
১২ মে ২০২৫ ২২:২৫

তরুণ রাজনৈতিকদের মধ্যে নতুন মুখ শেখ সারহান নাসের তন্ময়। খুলনা বিভাগের বাগেরহাট-২ কেন্দ্র থেকে লড়াই করছেন আওয়ামী লীগের প্রার্থী তন্ময়। তবে তরুণ রাজনৈতিকদের মধ্যে 'হিরো লুক' পরিচিতি তো কম রাজনীতিবিদেরই আছে। আর এই হিরো লুকের কারণে নারী মহলে অনেক আগেই জায়গা করে নিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ।

সম্প্রতি, একটি ভারতীয় সংবাদমাধ্যম এই তরুণ রাজনীতিবিদকে নিয়ে লিখেছেন। তবে তারা তন্ময়ের প্রতিনারী ভালবাসা তুলে ধরেছেন। পদ্মাপারে ভোট: ফলের আগেই ‘হিরো লুক’ তন্ময়ের দখলে মহিলা হৃদয় এই শিরোনামে তারা সংবাদ করেন।

প্রার্থী হওয়ার পর শেখ তন্ময় তার ফেসবুকে লিখেছেন “আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা সুন্দর বাংলাদেশ চাই। শুধু বাগেরহাটের নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আমি একজন প্রতিনিধি। বাগেরহাটের পাশাপাশি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মতো আমারও অনেক স্বপ্ন আছে”।এই পোস্টের পরেই তাঁকে লক্ষ্য করে শুরু হয়েছে মহিলাদের ভালোবাসা প্রদানের পালা৷'

আর এই স্ট্যাটাসেই নারীদের মন্তব্য দেখলেও বোঝা যায় নারীদের হৃদয়ে জায়গা হয়ে গেছে তন্ময়ের। একজন মন্তব্য করে লিখেন, 'সবই বুঝলাম, কিন্তু আপনার এত জলদি বিয়ে করা ঠিক হয়নি'

আরেকজন লিখেন, 'এমনিতেই মাইয়াগো অবস্থা খারাপ। তার উপর আবার পাশে গিটার রাখছেন...'

তৃতীয় শ্রেণী পর্যন্ত ঢাকায় পড়ার পর শেখ তন্ময় ভারতে একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন। পরে আবার ঢাকায় পরবর্তী পড়া শেষ করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারীর পর তিনি আবার ভারতে যান ও এরপর ২০১২ সালে আবার ঢাকায় ফেরেন। উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। পরে ঢাকায় এসে বিয়ে করেন এবং মাঝে কিছুদিন সিঙ্গাপুরে চাকরি করেছেন।