ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নাটোরে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত


২৯ নভেম্বর ২০১৮ ০৩:০৬

আপডেট:
১২ মে ২০২৫ ২৩:১৮

নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহত জাহারুল ইসলাম (৩৫) লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সিরাজীপুর এলাকার লুৎফর মোল্লার ছেলে এবং থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আহত অপর দুই যুবলীগ কর্মী তুহিন এবং পান্থকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি নজরুল ইসলাম জুয়েল, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে এমপি আবুল কালাম আজাদ অনুসারী মোস্তাক গ্রুপ এবং জাহারুল গ্রুপের মধ্যে প্রায় এক মাস আগে সংঘর্ষ হয়। ওই সময় চারজন আহত হন। এই ঘটনার ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে জাহারুল, তুহিন ও পান্থ নর্থ বেঙ্গল সুগার মিল গেটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সুগার মিল প্রধান ফটকের সামনে পৌঁছালে প্রতিপক্ষরা জাহারুলদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন জন রক্তাক্ত জখম হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথে জাহারুল মৃত্যুবরণ করে।