ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঢাবির মুক্তিযোদ্ধা জিয়া হলকে শুধু 'মুক্তিযোদ্ধা হল' নামে ডাকবে ছাত্রলীগ


২৯ নভেম্বর ২০১৮ ১১:২০

আপডেট:
১২ মে ২০২৫ ২০:৫০

জিয়া হলের সংলাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম এইভাবে না ডেকে শুধু 'মুক্তিযোদ্ধা হল' নামে ডাকবে ছাত্রলীগের নেতা কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদেরও এই নামে ডাকার আহ্বান জানানো হয়েছে। নাম ছাত্রলীগ পরিবর্তন করলেও এ বিষয়ে ঢাবি প্রশাসন কোন সিদ্ধান্ত নেয়নি। 

বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কর্মীদের নির্বাচনী সংলাপ এবং মতবিনিময় সভায় এই ঘোষণা দেয় ঢাবি ছাত্রলীগের নেতারা। 

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, আমি আজ থেকে দেড় বছড় আগে আপার সামনে দাড়িয়ে প্রথম বলেছিলাম যে "মাননীয় নেত্রী আমাদের হলের নামটি পরিবর্তন করা হওক"।

জানা গেছে, তখন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কথাই বলেন নি। 

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কর্মীদের নির্বাচনী সংলাপ এবং মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস , সাধারণ সম্পাদক হোসেইন সাদ্দাম এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।